Site icon Jamuna Television

‘টেস্ট ড্রাইভের কথা বলে গাড়ি ছিনতাই করতো বুয়েটের সাবেক শিক্ষার্থী’

গাড়ির টেস্ট ড্রাইভের কথা বলে গাড়ি ছিনতাই করতো বুয়েটের সাবেক শিক্ষার্থী মাসুম। তিনি পেশায় ইঞ্জিনিয়ার হলেও এর আগেও একইভাবে একাধিক গাড়ি চুরি-ছিনতাই করেছে। এমনকি মোবাইল ছিনতাইয়ের সাথেও জড়িত ছিল বলে জানিয়েছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।

মঙ্গলবার (২৫ মার্চ) রমনা থেকে গাড়ি চুরির আসামি গ্রেফতার নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

গ্রেফতারকৃতের নাম আহসান আহমেদ ওরফে মাসুম (৩৬)। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ছিনতাই হওয়া জীপ গাড়ি, একটি ম্যাগাজিনসহ পাঁচ রাউন্ড গুলি ভর্তি বিদেশি পিস্তল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে মাসুদ আলম জানান, গত ৭ মার্চ পরীবাগ গার্ডেন টাওয়ারে একটি গাড়ির শো-রুমের মালিক মাশরুর নাঈরের সঙ্গে অজ্ঞাতনামা একজন ব্যক্তি ফোন করে গাড়ি ক্রয় করার জন্য কথা বলে।

পরদিন রাতে সেই ব্যক্তি বাসার গ্যারেজে আসে এবং গ্যারেজের বাইরে আরও দুইজন অবস্থান করে। পরবর্তীতে একটি টয়োটা হ্যারিয়ার জীপ গাড়ি টেস্ট ড্রাইভ দেয়ার জন্য শো-রুম মালিকের চাচাতো ভাই পিয়াল মাহমুদকে নিয়ে সেই অজ্ঞাতনামা তিনজন ব্যক্তি গাড়িটিতে উঠে। তারা গাড়িটি চালিয়ে রাত আনুমানিক ০৮:১৫ ঘটিকার সময় শাহবাগ থানাধীন পিজি হাসপাতালের সামনে মেট্রোরেল স্টেশনে আসে।

তিনি আরও জানান, তখন গাড়িটি থামিয়ে তাদের একজন পিয়াল মাহমুদের মাথায় পিস্তল ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে গাড়ি থেকে নামিয়ে দিয়ে গাড়িটি নিয়ে চলে যায়। জীপ গাড়ির আনুমানিক মূল্য ৮৫ লক্ষ টাকা।

ঘটনার কিছুক্ষণ পর ছিনতাইকারীরা মাশরুর নাঈরের হোয়াটসঅ্যাপে একটি বার্তা দিয়ে মামলা না করার জন্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি না জানানোর জন্য হুমকি দেয়।

এ ঘটনায় গাড়ির মালিকের অভিযোগে শাহবাগ থানায় একটি মামলা রুজু করা হয়। গতকাল সোমবার (২৪ মার্চ) রাত ৩:১৫ টায় গুলশানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় গাড়ি ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

/এসআইএন

Exit mobile version