Site icon Jamuna Television

ভারতে রাজনীতিবিদকে নিয়ে কমেডি করে পুলিশি তদন্তে কমেডিয়ান!

কুণাল কামরা! ভারতে স্ট্যান্ড আপ কমেডির জগতে বেশ জনপ্রিয় এক নাম। গত রবিবার থেকে আলোচনায় তিনি। এক কমেডি শো’তে মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নিয়ে কৌতুক করেন তিনি। ওই শো’এর ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, রাজনীতিবিদকে নিয়ে কমেডি করে মহারাষ্ট্র সরকারের রোষের মুখে পড়েছেন কুণাল। ইতোমধ্যে, পুলিশি তদন্তে এই কমেডিয়ান। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, একনাথ শিন্ডের ভাবমূর্তি নষ্ট করতে চেয়েছেন কুণাল কামরা।

একনাথ শিন্ডের অনুসারীদের দাবি, ইচ্ছাকৃত ও পরিকল্পিতভাবে শিন্ডের অবমাননা করেছেন কমেডিয়ান। দায়ের করা অভিযোগে লেখা হয়েছে, ‘কুণাল কামরা ইচ্ছাকৃতভাবে জনগণের অনুভূতিতে আঘাত করেছেন এবং একনাথ শিন্ডেকে নিয়ে অশ্লীল ও অবমাননাকর মন্তব্য করেছেন।’

উল্লেখ্য, কমেডিয়ান শো-তে একটি গান বাজান এবং নিজেও গান। এক পর্যায়ে তিনি একনাথ শিন্ডেকে উদ্দেশ্য করে বলেন ‘ গাদ্দার যার মানে বেইমান’। আর এর পরই শিন্ডের ভক্তরা ভাঙচুর চালায় ওই কমেডি স্টুডিও-তে। বিতর্কিত কৌতুকের জন্য কুণালকে মাফ চাইতে বলেন শিন্ডের ভক্তরা। তবে, মাফ চাইবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন কুণাল।

/এআই

Exit mobile version