Site icon Jamuna Television

ঈদে নৌপথে সার্বিক নিরাপত্তায় কাজ করছে কোস্ট গার্ড

ঈদকে ঘিরে নৌপথের যাত্রায় দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে জন্য বাংলাদেশ কোস্ট গার্ড তৎপর রয়েছে।

আজ মঙ্গলবার (২৫ মার্চ) রাজধানীর সদরঘাটে লঞ্চ পরিদর্শন শেষে এ তথ্য জানান কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট তানজীমুল ইসলাম।

তিনি জানান, ঈদুল ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড। ঈদ পূর্ব ও পরবর্তী সময়ে নৌপথে অপতৎপরতা ঠেকাতে ২৪ ঘণ্টা সার্বিক নিরাপত্তায় থাকবে কোস্ট গার্ড।

তিনি আরও জানান, ঈদে নিয়মিত টহল, জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও নৌযানসমূহে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম চলমান রয়েছে।

কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত ঢাকা জোন কর্তৃক যথাক্রমে চট্টগ্রাম, মোংলা, ভোলা ও ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ লঞ্চঘাটে টহল দেয়া হচ্ছে বলে জানান তিনি।

/এএম

Exit mobile version