Site icon Jamuna Television

গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে সেনাবাহিনীর আর্থিক সহযোগিতা

জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের প্রতিটি পরিবারের জন্য আর্থিক সহযোগিতা ও সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (২৫ মার্চ) ঢাকা সেনানিবাসের ‘আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স’-এ আয়োজন করা হয়।
এতে ৭২ জন আহত ও শহীদ পরিবারের সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা হিসেবে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, এই আন্দোলনে তরুণ সমাজ শুধু অংশগ্রহণই করেনি, বরং কীভাবে সত্য ও সঠিক পথে ন্যায়সংগত দাবি আদায় করা যায়, সেই অনুপ্রেরণা জুগিয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জুলাই যোদ্ধাদের স্বপ্ন পূরণে পাশে থেকেছে। অতীতের মতো ভবিষ্যতেও দেশমাতৃকার কল্যাণে সেনাবাহিনী সব সময় পাশে থাকবে।

এ সময় সেনাপ্রধান আশাবাদ ব্যক্ত করেন, দেশপ্রেম, জাতীয়তাবোধ, সততা, মানবিকতা ও শৃঙ্খলার সমন্বয়ে একতাবদ্ধ হয়ে কাজ করলে দেশ সমৃদ্ধির শিখরে পৌঁছে সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে। তিনি সেই স্বপ্ন পূরণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

/এসআইএন

Exit mobile version