Site icon Jamuna Television

“মানবতাবিরোধী অপরাধ করছে মিয়ানমার সেনারা”

রাখাইনে মানবতাবিরোধী অপরাধ করছে মিয়ানমার সেনারা। আজ বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পাশাপাশি রোহিঙ্গা নির্যাতনের নতুন প্রমাণ হাজির করেছে সংস্থাটি।

প্রকাশিত নতুন প্রতিবেদনে গণহত্যা, ধর্ষণ, নির্যাতন এবং পরিকল্পিতভাবে রোগিঙ্গাদের দেশ ত্যাগে বাধ্য করার চিত্র তুলে ধরা হয়েছে। এই সহিংসতা বন্ধে মিয়ানমারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা এবং সেনা কর্মকর্তাদের ওপর অবরোধ আরোপে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি। পাশাপাশি মানবতাবিরোধী অপরাধের বিচারও দাবি করেছে সংস্থাটি। এদিকে, রোহিঙ্গা সংকট সমাধানে কোন ধরণের অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে জাতিসংঘ রাজনীতি বিষয়ক প্রধান জেফরি ফেল্টম্যানের নেইপিদো সফর। রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি ছাড়াও সেনা প্রধান জেনারেল মিং অং এর সাথে আলোচনা করেন ফেল্টম্যান।

Exit mobile version