Site icon Jamuna Television

ঈদযাত্রায় বেশি ভাড়া নিলেই গ্রেফতার: সড়ক উপদেষ্টা

ঈদযাত্রায় ভাড়া বেশি নেয়ার সুনির্দিষ্ট অভিযোগে পেলে রুট পারমিট বাতিলসহ গ্রেফতার করা হবে জানিয়েছেন সড়ক উপদেষ্টা ফাওজুল কবির খান। মঙ্গলবার (২৫ মার্চ) সায়দাবাদ বাস টার্মিনাল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ঈদে ঘরে ফেরা যাত্রীদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে পুলিশ। মহাসড়কে আইনশৃঙ্খলা ও যানজট নিরসনে সেনাবাহিনীও কাজ করবে।

এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, রাজধানীর টার্মিনালগুলোর সামনে কোন বাস যাতে না দাঁড়ায় সেজন্য পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে। একই সাথে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে যাত্রী ওঠা নামায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

এদিকে পরিদর্শনের সময় টার্মিনালের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করেন দুই উপদেষ্টা।

/আরএইচ

Exit mobile version