Site icon Jamuna Television

আইফেল টাওয়ারকে হিজাবে ঢেকে বিজ্ঞাপন, উত্তাপ ছড়ালো ফ্রান্সে

‘মেরাচি’ ইসলামি পোশাকের একটি ব্র্যান্ড। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রতিষ্ঠানটির একটি বিজ্ঞাপন ঘিরে ফ্রান্সে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। বিজ্ঞাপনটিতে দেখা যায়, আইফেল টাওয়ার একটি হিজাবে মোড়ানো। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম সানডে টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সে স্কুল ও সরকারি অফিসগুলোতে হিজাব নিষিদ্ধ হওয়ায় ওই বিজ্ঞাপনটি সেখানে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। জাতীয় টেলিভিশন ও রেডিওতে এই বিজ্ঞাপনের কঠোর সমালোচনা করেছেন অনেকে।

ফরাসি সংবাদ চ্যানেল বিএফএম-এর বিশ্লেষক লরেন্ট নিউম্যান বলেছেন, ‘ফ্রান্সে হিজাব শুধু স্কুলে নিষিদ্ধ। আর তারা যে বলছে বিনয়ী এই ফ্যাশনে ধর্মীয় সংযোগ নাই, এটি মোটেও সত্য নয়।’

লে পয়েন্ত ম্যাগাজিনের সম্পাদক জেরালদিন ভোসনার মনে করেন, এই বিজ্ঞাপন ফ্রান্সে বিভেদ সৃষ্টি করতে পারে। তিনি বলেন, ‘মেরাচি বোঝাতে চাচ্ছে যে হিজাব বিনয়ী, আর যারা এটি পরে না, তারা বিনয়ী নয়। এটি সত্যিই আক্রমণাত্মক এবং বিভ্রান্তিকর।’

/এআই

Exit mobile version