Site icon Jamuna Television

দক্ষিণ কোরিয়ায় দাবানল, প্রাণহানি বেড়ে ১৮

দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলে আরও ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডয়েচে ভেলে, নিউইয়র্ক টাইমস।

জরুরি বিভাগ জানিয়েছে, কমপক্ষে ২৭ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদ স্থানে। পুড়ে ছাই দুইশ’র বেশি স্থাপনা। ধ্বংস হয়েছে ১৩শ’ বছরের পুরোনো বৌদ্ধ মন্দিরসহ বহু গাড়ি, কারখানা ও বাড়িঘর। প্রতিনিয়ত বাড়তে থাকা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার ফাইটার, সেনাসহ জরুরি বিভাগের প্রায় ৫ হাজার সদস্য।

এবারের দাবানলকে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে তৃতীয় বৃহত্তম দুর্যোগ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত শুক্রবার শুরু হওয়া দাবানল মানবসৃষ্ট হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

/এএম

Exit mobile version