Site icon Jamuna Television

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় ২ জন নিহত, দাবি হুতির

হুতিবিরোধী অভিযানের নামে আবারও ইয়েমেনের বেসামরিক এলাকায় অভিযান চালালো যুক্তরাষ্ট্র। মাত্র কয়েক ঘণ্টায় ১৭ দফা বিমান হামলা হয়।

মঙ্গলবার (২৫ মার্চ) বার্তা সংস্থা এপি জানিয়েছে– ইরান সমর্থিত গোষ্ঠী হুতির দাবি, রাজধানী সানাতে হামলায় অন্তত দু’জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে এক ডজনেরও বেশি মানুষ।

টার্গেট করা হয়েছে আল-সালেম, আল-সুফান, সাহারসহ শাদা প্রদেশের বেশকিছু শহর। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর-গাড়ি। গত ১০ দিনে দেশটিতে অর্ধশতাধিক বেসামরিকের মৃত্যু হয়েছে মার্কিন হামলায়।

অন্যদিকে, মঙ্গলবার মার্কিন রণতরী ও ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে হুতি। এক বিবৃতিতে গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়ে সারে জানান, লোহিত সাগরে মার্কিন রণতরী লক্ষ্য করে ছোড়া হয়েছে মিসাইল। ড্রোন হামলা চালানো হয় তেল আবিবের সামরিক স্থাপনায়ও।

/এএম

Exit mobile version