Site icon Jamuna Television

২৪’র গণঅভ্যুত্থান ৭১’র স্বাধীনতা রক্ষা করেছে: আসিফ মাহমুদ

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান একাত্তরের স্বাধীনতাকে রক্ষা করেছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (২৬ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, ৭১ এই দেশকে জন্ম দিয়েছে এবং আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু বিগত ১৬ বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে ধারণা ছিল, তা নষ্ট করে দিয়েছে। আমরা মনে করি, দেশের প্রত্যেক নাগরিক যতক্ষণ না মনে করবে যে সে স্বাধীন, তার বাকস্বাধীনতা আছে, তার ফ্রিডম অব এক্সপ্রেশন আছে, ততক্ষণ পর্যন্ত ভূখণ্ড স্বাধীন হলেও কোনো লাভ নেই। ২৪ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে।

তিনি আরও বলেন, এই স্বাধীনতা সামনের দিনগুলোতেও বাংলাদেশে থাকবে। আর কখনোই একটি স্বাধীন ভূখণ্ডে এ দেশের মানুষ পরাধীন অনুভব করবে না।

অন্যদিকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, প্রতিদিন নতুন করে দেশ গড়ার কথা ভাবতে হবে সবাইকে। এছাড়াও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এগিয়ে যাওয়ার পথে চ্যালেঞ্জ থাকবেই। জনগণের প্রত্যাশা অনুযায়ীই দেয়া হবে নির্বাচন।

/এসআইএন





Exit mobile version