Site icon Jamuna Television

অস্কারজয়ী ফিলিস্তিনি হামদান বাল্লালকে মুক্তি দিতে বাধ্য হল ইসরায়েল

বিশ্বজুড়ে নিন্দা ও সমালোচনার মুখে অস্কারজয়ী ফিলিস্তিনি পরিচালক হামদান বাল্লালকে মুক্তি দিতে বাধ্য হল ইসরায়েল। মঙ্গলবার (২৫ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ হামদানের সহকর্মী যুবাল আব্রাহামের এক পোস্টের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, সারা রাত সামরিক ঘাঁটিতে হাতকড়া পরিয়ে মারধর করা হয় হামদানকে। তবে এখন সে মুক্ত এবং তার পরিবারের কাছে বাড়ি ফিরতে যাচ্ছেন।

অপরদিকে সংবাদসংস্থা এপি জানিয়েছে, তাদের সাংবাদিকরা বাল্লাল এবং আরও দুই ফিলিস্তিনিকে অধিকৃত পশ্চিম তীরের ইসরায়েলি থানা থেকে বেরিয়ে আসতে দেখেছেন। এসময় তার মুখে আঘাতের চিহ্ন এবং পোশাকে রক্তের দাগ ​​ছিল বলেও জানায় সংবাদসংস্থাটি।

কারাগার থেকে মুক্তি পেয়ে হামদান জানান সে রাতের নির্যাতনের কাহিনি। তিনি বলেন, তাকে একটি সেনা ঘাঁটিতে আটক রাখা হয়েছিল। সেইসাথে চালায় অমানবিক নির্যাতন। ঘুমাতে বাধ্য করা হয় অনেক ঠান্ডা পরিবেশে। অভিযোগ করেন, তথ্যচিত্রের মাধ্যমে বহির্বিশ্বের কাছে নিপীড়িত ফিলিস্তিনিদের কথা তুলে ধরার কারণেই এমন বর্বরতার শিকার তিনি।

এর আগে, ইসরায়েলি দখলদারিত্বে কীভাবে নিপীড়িত হয় ফিলিস্তিনিরা সে গল্পই তুলে ধরেছিলেন ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রে। পরবর্তীতে অস্কারে পুরস্কার জয় যেন কাল হয়ে দাঁড়ায় তার জন্য। হুমকি-ধামকির পর হামলার শিকার হন তিনি। পরবর্তীতে ধরে নিয়ে যাওয়ার এক দিনের মধ্যে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় ইসরায়েল।

/এএইচএম

Exit mobile version