Site icon Jamuna Television

নাটোরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেফতার ৪

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের বাগাতিপাড়ায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে সিংড়া উপজেলার খেজুরতলা এলাকা থেকে তিনজন এবং রাতে বাগাতিপাড়া উপজেলার হাটদৌল গ্রামের নিজ বাড়ি থেকে আরেকজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হলেন, বাগাতিপাড়া উপজেলার কাকফো এলাকার সাদেক আলীর ছেলে মেহেদী হাসান, হাটদৌল এলাকার বিচ্চাদ আলীর ছেলে রনি ও একই এলাকার আব্দুল মান্নানের ছেলে রাজীব হোসেন এবং সিংড়া উপজেলার শেরকোল এলাকার রহুল আমিনের ছেলে গোলাম মোস্তফা।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর সঙ্গে মেহেদী হাসানের মুঠোফোনে প্রেমের সম্পর্ক ছিল। এর সূত্র ধরে গত ৫ মার্চ রাতে তিনি ওই তরুণীর সঙ্গে দেখা করতে যান। বাড়ি থেকে পাশের এক নির্জন স্থানে ডেকে নিলে একপর্যায়ে মেহেদী ও তিন বন্ধু মিলে তরুণীটিকে পালাক্রমে ধর্ষণ করেন। পরে মেহেদী ওই তরুণীকে বিয়ের আশ্বাস দেয়ায় ঘটনাটি গোপন রাখেন তিনি। একসময় ওই তরুণীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন মেহেদী।

পরবর্তীতে, ভুক্তভোগী তরুণীটির মা বাদি হয়ে মঙ্গলবার (২৫ মার্চ) বাগাতিপাড়া থানায় গিয়ে মেহেদীসহ চারজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করলে অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মামলার চার আসামিকেই গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে, ওই তরুণীর স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম চলছে।

/এএম


Exit mobile version