Site icon Jamuna Television

হলুদ রঙের ঘোমটা দিয়ে আদালতে আওয়ামী লীগ নেতা

স্টাফ করেসপনডেন্ট, বান্দরবান:

বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাসকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে বিশেষ অভিযানের মাধ্যমে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে, বুধবার (২৬ মার্চ) সকালে মাথায় হলুদ রঙের ঘোমটা পরিয়ে ও হাতকড়া লাগিয়ে কড়া নিরাপত্তায় বান্দরবানে নিয়ে আসা হয়। প্রথমে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেয়া হয় সদর হাসপাতালে। এরপর বান্দরবান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা’র আদালতে তোলা হলে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, লক্ষীপদ দাসের বিরুদ্ধে নাশকতাসহ ৪টি মামলা রয়েছে বান্দরবান থানায়। এছাড়াও দুদক আইনসহ বিভিন্ন অভিযোগে আরও একাধিক মামলা রয়েছে দেশের বিভিন্নস্থানে। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকেই পলাতক ছিলেন জেলা আওয়ামী লীগের এ নেতা।

এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, ভাঙচুর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার ৫টি মামলায় এজাহারভুক্ত আসামি লক্ষীপদ দাশ। তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

/এএইচএম

Exit mobile version