Site icon Jamuna Television

পার্লামেন্টে মৃত মাছ দেখিয়ে প্রতিবাদ অজি সিনেটরের

নাটকীয় কায়দায় অস্ট্রেলিয়ার পার্লামেন্টে মৃত স্যামন মাছ দেখিয়ে প্রতিবাদ জানালেন সিনেটর সারা হ্যানসন-ইয়াং। বুধবার (২৬ মার্চ) মাছের বাণিজ্যিক খামার সংক্রান্ত প্রস্তাবিত আইনের বিরোধিতা জানিয়ে এমন কাণ্ড ঘটান ঐ এমপি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, অস্ট্রেলিয়ান সিনেটর সারা হ্যানসন-ইয়াং পার্লামেন্টে বক্তব্য দেয়ার সময় প্লাস্টিকের ব্যাগে পেঁচানো একটি মৃত স্যামন মাছ তুলে ধরে প্রতিবাদ জানান।

তার দাবি, মাছের খামার সংক্রান্ত আইনটি বাস্তবায়িত হলে বাণিজ্যিকভাবে মাছ চাষের ফলে পরিবেশগত ঝুঁকির মুখে পড়বে তাসমানিয়ার হেরিটেজ খ্যাত ম্যাককোয়ারি হারবার।

অভিযোগ, মাছ চাষের ফলে সৃষ্ট রাসায়নিক বর্জ্য দূষিত করবে সমুদ্রের পানি। বিপন্ন প্রজাতির মাছসহ ক্ষতিগ্রস্ত হবে সামুদ্রিক জীবও।

/এএম

Exit mobile version