Site icon Jamuna Television

ভারত থেকে দেশে ফিরল জাতীয় ফুটবল দল

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

বুধবার (২৬ মার্চ) বিকেলে ঢাকায় পৌঁছায় জামাল-হামজা’রা। সকালে শিলং থেকে রওনা হয়ে গৌহাটি বিমানবন্দর থেকে কলকাতা হয়ে ঢাকায় অবতরণ করেন তারা।

ভারতের বিপক্ষে এই ম্যাচ দিয়েই বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর।

আন্তর্জাতিক বিরতি শেষে নিজ ক্লাব ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে আগামীকাল বাংলাদেশ ত্যাগ করবেন হামজা। তবে, আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচ খেলতে আসবেন এই তারকা ফুটবলার।

উল্লেখ্য, আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে হোম ম্যাচে লড়বে জাতীয় ফুটবল দল।

/এমএইচআর

Exit mobile version