Site icon Jamuna Television

টি-টোয়েন্টিতে পাকিস্তানের লজ্জার রেকর্ড

টি-টোয়েন্টি ক্রিকেটে লজ্জার এক রেকর্ড গড়ল পাকিস্তান। অব্যবহৃত বলের হিসেবে সবচেয়ে বড় হার দেখল দলটি।

বুধবার (২৬ মার্চ) ওয়েনলিংটনের স্কাই স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হয় দু’দল।

ম্যাচে ৮ উইকেটে হেরেছে সালমান আগার দল। তবে ফলাফলকে ছাপিয়ে আরও একটি রেকর্ডে চোখ পড়বে সবার, ম্যাচে ৬০ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেছে কিউইরা। যা কিনা এই ফরম্যাটে অব্যবহৃত বলের হিসাবে পাকিস্তানের সবচেয়ে বড় হার।

পাকিস্তানের এই রেকর্ডের দিনে কিছুটা মন খারাপ হওয়ারই কথা নিউজিল্যান্ডের। তবে সেটা কেবল টিম সেইফার্টের কথা বিবেচনা করলে। পাকিস্তানের দেয়া ১২৯ রানের লক্ষ্যে ৩৮ বলে ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই ওপেনার। ৬ চার আর ১০টি ছক্কা ছিলো সেই মারকুটে ইনিংসে। সেঞ্চুরির কাছে গিয়েও তার দেখা হলো না শতক, হলোনা নিজের জন্য আলাদা করে উদযাপন। কারণ মাত্র ৩ রানের আক্ষেপ। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই সাইফার্টের সর্বোচ্চ ইনিংস।

অপরদিকে, এই সিরিজে ব্যক্তিগতভাবেও লজ্জার বিশ্বরেকর্ড গড়েছেন পাকিস্তানের তরুণ ওপেনার হাসান নওয়াজ। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তিনবার শূন্য রানে আউট হয়ে এই নজির গড়েন ওপেনার হাসান নওয়াজ।

উল্লেখ্য, আগামী শনিবার (২৯ মার্চ) নেপিয়ারে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।

/এমএইচআর

Exit mobile version