Site icon Jamuna Television

পাবনায় জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা নিয়ে অনুষ্ঠানে হট্টগোল

পাবনা করেসপনডেন্ট:

পাবনায় মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলায় ভুয়া ভুয়া স্লোগান দিয়েছেন মুক্তিযোদ্ধাদের একাংশ। এ সময় অনুষ্ঠানস্থলে তুমুল হট্টগোলের সৃষ্টি হয়। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে পাবনা শিল্পকলা একাডেমিতে এ ঘটনা ঘটে।

একাধিক মুক্তিযোদ্ধা জানান, অনুষ্ঠানে অতিথি হিসেবে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বক্তব্য শুরু করেন। শুরুতেই তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলেন। এ সময় মুক্তিযোদ্ধাদের একাংশ এর প্রতিবাদ করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে বক্তব্য শেষ না করেই তিনি চলে যান।

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কিছু ভুয়া মুক্তিযোদ্ধা অনুষ্ঠানটিকে বানচাল করতে পরিকল্পিতভাবে হট্টগোল করে। পরে সাধারণ মুক্তিযোদ্ধাদের হস্তক্ষেপে সুন্দরভাবে অনুষ্ঠান শেষ হয়।

পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, একজন রাজনৈতিক নেতা বক্তব্য দেয়ার সময় তার নিজস্ব মতামত প্রকাশ করেছেন। অপর একজন শ্রোতা তার প্রতিবাদ করেছে। তবে অনুষ্ঠান স্বাভাবিকভাবেই শেষ হয়েছে।

আরএইচ/এটিএম

Exit mobile version