Site icon Jamuna Television

সীতাকুণ্ডে কৃষক দলের নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় ইফতারের পর বাড়ি থেকে বের হলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইফতার শেষে ঘর থেকে বের হলে বেশ কয়েকজন দুর্বৃত্ত নাছির উদ্দীনের ওপর অতর্কিত হামলা করে। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।

স্থানীয়রা আরও জানান, মাটি কাটার ব‍্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে একটি পক্ষের সাথে তার বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরে এ হত‍্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

এদিকে, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে সীতাকুণ্ড থানা পুলিশ।

আরএইচ/এটিএম

Exit mobile version