Site icon Jamuna Television

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক

আমেরিকা- বাংলাদেশ প্রেসক্লাবের ২০১৯-২০২০ সালের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় ১১ ডিসেম্বর সন্ধ্যায় নিউইয়র্কের উডসাইডের গুলশান টেরেসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দর্পণ কবীর।

শামসুন নাহার নিম্মির উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর। কুইন্স বোরো প্রেসিডেন্ট ম্যালিন্ডা কাটজ, আজকাল পত্রিকার প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো, আজকালের সম্পাদক মনজুর আহমদ, নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ওয়াজেদ এ খান, সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহাফুজুর রহমান, জেবিবিএর সভাপতি শাহ নেওয়াজ, কলামিস্ট আবু জাফর মাহমুদ, কমিউনিটি এক্টিভিস্ট ফখরুল ইসলাম দেলোয়ার অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

মধ্যরাত পর্যন্ত চলা অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশে নন্দিত সংগীতশিল্পী সুবীর নন্দী, নিউইয়র্কের সংগীতশিল্পী শাহ মাহবুব ও রানো নেওয়াজ সংগীত পরিবশেন করেন। আলোচনায় বক্তারা সমাজের অসংগতি দূর করতে, সমাজকে পরিবর্তন করতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন বলে মন্তব্য করেন। ঐক্যবদ্ধ থাকলে সাংবাদিকরা অনেক অজেয়কে জয় করতে পারবেন বলেও জোর দিয়ে বলেন নতুন কমিটির অভিষিক্ত নেতৃবৃন্দ।

২০০৮ সালের মার্চে নিউইয়র্কে বসবাসরত সাংবাদিকরা আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব প্রতিষ্ঠা করেন। গত ৩০ অক্টোবরের নির্বাচনে সাপ্তাহিক দেশকন্ঠের সম্পাদক দর্পণ কবীর পূনরায় সভাপতি এবং সাপ্তাহিক আজকালের নির্বাহী সম্পাদক শাহাব উদ্দিন সাগর সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

Exit mobile version