Site icon Jamuna Television

ঈদে শাকিবের মুখোমুখি শাকিব

ঈদে শাকিব খানের ‘বরবাদ’ এগিয়ে থাকলেও পিছিয়ে নেই তার আরেক ছবি ‘অন্তরাত্মা’। শাকিবিয়ানদের প্রথম পছন্দ ‘বরবাদ’ হলেও দ্বিতীয় তালিকায় রয়েছে ‘অন্তরাত্মা’। এবার ঈদে দুটি ছবিই উপভোগ করবেন দর্শকরা। তাই অনেকেই বলছেন এবার ঈদে শাকিবের প্রতিদ্বন্দ্বী শাকিব নিজেই।

ঈদুল ফিতরে শাকিব খানের ‘বরবাদ’ মুক্তি চূড়ান্ত তা আগে থেকেই জানা ছিল। কিন্তু হঠাৎ করে শাকিব খানের আরেক ছবি ‘অন্তরাত্মা’ মুক্তির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। আর এই দুই ছবি নিয়ে হল মালিক বুকিংয়ে বেশ ব্যস্ত।

হলমালিকরা বলছেন, এবারের ঈদে শাকিব খানের দুটি ছবি মুক্তি পাচ্ছে। দুটি ছবিতেই কেন্দ্রীয় চরিত্রে শাকিব খান। দুটি ছবির রেন্টালের ওপর নির্ভর করেই ছবির বুকিং দিচ্ছেন হলমালিকরা। আর এতেই এবার বোঝা যাচ্ছে শাকিব খান এবারের ঈদে নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী।

হলমালিক সমতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, ঈদে শাকিব খানের বরবাদের চাহিদা বেশি। তবে তার আরেক ছবি অন্তরাত্মাও হলমালিকরা নিচ্ছেন। দুই একদিনের মধ্যে দুটি ছবির চাহিদা আরও ভালোভাবে বোঝা যাবে।

/এটিএম

Exit mobile version