Site icon Jamuna Television

নাটোরে বিএনপি নেতাকর্মীদের সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে নাম সংযুক্ত করে, পরবর্তীতে প্রত্যাহারের ঘটনায় জেলার কয়েকটি স্থানে বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করেছে বিএনপি’র বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

বুধবার (২৬ মার্চ) রাতে সদ্যঘোষিত জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি থেকে ৫ নেতার নাম প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়লে এ ঘটনা ঘটে। এসময় দিঘাপতিয়া, দত্তপাড়া ও বড়াইগ্রাম উপজেলার বনপাড়াসহ বেশ কয়েকটি স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছ শত শত বিএনপি নেতাকর্মী।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, ১৭ বছরের ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাদের আহ্বায়ক কমিটিতে নাম দিয়ে তা প্রত্যাহার করা তাদের জন্য অপমানজনক এবং মানহানিকর।

বিএনপি কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে তারা বলেন, রাজপথের ত্যাগী, নির্যাতিত, লাঞ্ছিত এবং সংগ্রামী নেতাদের জেলা কমিটিতে যাচাই-বাছাই করে অন্তর্ভুক্ত করার পর কীভাবে তা প্রত্যাহার হল তা তদন্ত হওয়া উচিত। যদি প্রত্যাহার করা নেতাদের পুনরায় পদ দেয়া না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের হুমকিও দেন তৃণমূলের নেতাকর্মীরা।

এর আগে, গত ২৪ মার্চ বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ৩৬ সদস্য বিশিষ্ট নাটোর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। এর ১ দিন পর তারই স্বাক্ষরিত এক চিঠিতে কমিটি থেকে এ হাই তালুকদার ডালিম, রাসেল আহম্মেদ রনি, ফয়সাল আহম্মেদ আবুল, শামসুল ইসলাম রনি, সানোয়ার হোসেন তুষারের নাম প্রত্যাহার করা হয়। সেইসাথে অন্তর্ভুক্ত করা হয় কিছু নতুন নাম।

/এএইচএম

Exit mobile version