Site icon Jamuna Television

ইসরায়েলি হামলায় হামাস মুখপাত্রের প্রাণহানি

ফাইল ছবি

ইসরায়েলি হামলায় প্রাণ গেল এক হামাস মুখপাত্রের। বৃহস্পতিবার (২৭ মার্চ) উপত্যকার উত্তরাঞ্চলীয় এলাকায় বিমান হামলায় নিহত হন তিনি। মুখপাত্রের নাম আবদেল লতিফ আল কানোয়া।

বিষয়টি নিশ্চিত করে হামাস পরিচালিত আল আকসা টিভি জানায়, হামলার সময় শরণার্থীদের তাঁবুর ভেতরে অবস্থান করছিলেন তিনি।

নিহত হামাস মুখপাত্র আবদেল লতিফ ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটির রাজনৈতিক সভার সদস্য ছিলেন। বিভিন্ন ইস্যুতে গোষ্ঠীটির সিদ্ধান্তের সাথেও জড়িত ছিলেন তিনি।

এর আগে, চলতি সপ্তাহেই ইসরায়েলি হামলায় প্রাণ যায় আরও এক হামাস নেতার।

/এএইচএম

Exit mobile version