Site icon Jamuna Television

কুষ্টিয়ায় ড. কামালের বিরুদ্ধে জিডি

মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের প্রশ্নে আক্রমণাত্মক আচরণের প্রতিবাদে ঐক্যফ্রন্ট প্রধান ড. কামাল হোসেনের বিরুদ্ধে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

জিডিটি করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও দৈনিক বাংলাদেশ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ড.মিঠুন মুস্তাফিজ।শুক্রবার সন্ধ্যায় তিনি লিখিত অভিযোগ করলে সেটাকে সাধারণ ডায়েরি হিসেবে নেয় পুলিশ। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, জিডির কপি ডিএমপির দারুস সালাম থানায় পাঠানো হয়েছে। এখন নিয়ম অনুযায়ী পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে। শুক্রবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, নিবন্ধন বাতিল হওয়া জামায়াত সম্পর্কে ঐক্যফ্রন্টের অবস্থান কী। তখনই সাংবাদিককে খামোশ বলে দেখে নেয়ার হুমকি দেন ড. কামাল। তার এই বক্তব্য সাংবাদিকদের ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

Exit mobile version