Site icon Jamuna Television

কবজি কাটা নৃশংস বাহিনীর সাথে সম্পৃক্ততা: প্রচারিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

যমুনা টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান ইনভেস্টিগেসন ৩৬০ ডিগ্রিতে গত ২৪ জানুয়ারি ‘কবজি কাটা নৃশংস বাহিনী’ নামে একটি অনুসন্ধান প্রচারিত হয়। বাহিনীটির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে অনুসন্ধানে নাম আসায় প্রতিবাদ জানিয়েছেন অমিত।

প্রতিবাদপত্রে তিনি দাবি করেছেন, ইনভেস্টিগেশন ৩৬০ ডিগ্রিতে সন্ত্রাসী বাহিনী কবজিকাটা আনোয়ারকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে ভুল তথ্যের ভিত্তিতে তার নাম ও ছবি ব্যবহৃত হয়। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অমিত।

তিনি বলেছেন, আমি গত ১৮ বছর ধরে শ্যামলী হাউজিং ২য় প্রকল্পে বসবাস করছি এবং আমি গত ১৫ বছর যাবত আদাবর, মোহাম্মদপুর ও শ্যামলীতে পানির ব্যবসা করে আসছি। বর্তমানে শ্যামলী হাউজিং ২য় প্রকল্পে ৮ মাস ধরে উন্নয়নের স্বার্থে ম্যানেজারের দায়িত্ব পালন করছি।

প্রতিবেদকের বক্তব্য:

ঢাকার মোহাম্মদপুর থানার মামলা ও আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কাছ থেকে পাওয়া তালিকার সূত্র ধরে কবজি কাটা আনোয়ারের সাথে তার সম্পৃক্তার কথা তুলে ধরা হয়।

/এমএন

Exit mobile version