Site icon Jamuna Television

নাটোরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ বাবা নিহত

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় শাহরিয়ার সাকিল নামে এক ব্যক্তি ও তার দুই বছরের কন্যা সুমাইয়া আক্তারের মৃত্যুর ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার গোধড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় শিশুটির মা ও প্রাইভেটকার চালক গুরুতর আহত হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানায়, জেলার পাবনা মহাসড়কের গোধড়া এলাকায় যশোর থেকে বগুড়াগামী দ্রুতগতির একটি প্রাইভেটকার ব্যাটারিচালিত একটি ভ্যানকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই বাবা ও মেয়ের মৃত্যু হয়। এসময় শিশুটির মা আয়শা আক্তার রুমী ও প্রাইভেটকার চালক গুরুতর আহত হয়।

নিহত শাহরিয়ার যশোরের কর্মস্থল থেকে পরিবার নিয়ে ঈদের ছুটিতে নিজ বাড়িতে ফিরছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

/এএম

Exit mobile version