Site icon Jamuna Television

অবশেষে পদত্যাগ করছেন রাজাপাকসে

অবশেষে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ ছাড়ছেন মাহিন্দা রাজাপাকসে। শনিবারের মধ্যেই তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছেন তার ছেলে ও এমপি নমল রাজাপাকসে।

শুক্রবার এক টুইট বার্তায় নমল জানান, দেশে স্থিতিশীলতা বজায় রাখতেই পদ ছাড়ছেন তার বাবা। প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সাথে বৈঠকের পর রাজাপাকসে এ সিদ্ধান্ত নেন বলে জানান তার সমর্থক এমপি লক্ষ্মন থাপা।

গত অক্টোবরে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ থেকে রনিল বিক্রমাসিংহেকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট সিরিসেনা। নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে।

এরপরই দেশটিতে দেখা দেয় রাজনৈতিক সংকট। এর মাঝেই গত ৯ নভেম্বর পার্লামেন্ট ভেঙে দিয়ে ৬ জানুয়ারি আগাম নির্বাচনের ঘোষণা দেন সিরিসেনা। বৃহস্পতিবার এটিকে অবৈধ ঘোষণা করে রায় দেন দেশটির সর্বোচ্চ আদালত।

Exit mobile version