Site icon Jamuna Television

ঈদের পরেই মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহের শঙ্কা

ঈদের পরপরই অর্থাৎ এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই সারাদেশে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ শুরু হাতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। বৃহস্পতিবার (২৭ মার্চ) সংস্থাটির ওয়েবসাইট থেকে এ তথ্য জানানো হয়।

বিডব্লিউওটি জানায়, দেশে বর্তমানে দিনে চৈত্র মাস আর রাতে পৌষ মাসের আবহাওয়া বিরাজ করছে। ইদানীং দেশের অনেক এলাকায় দিনে গরম পড়লেও রাতে বেশ শীত পড়ছে। এই পরিস্থিতি স্বাস্থ্যের জন্য ভয়াবহ। তবে এমন আবহাওয়া মার্চ মাসের সঙ্গেই বিদায় নেবে।

আরও জানানো হয়, ২৪ মার্চ থেকেই ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে। এপ্রিলের শুরু থেকেই সারাদেশ মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহের কবলে পড়তে পারে।

সংস্থাটি জানায়, আগামী ৪ এপ্রিল থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ শুরু হতে পারে। মাঝারি ধরনের এই তাপপ্রবাহ শুরুর কয়েকদিন পরই সেটি তীব্র তাপপ্রবাহে পরিণত হতে পারে।

/এমএইচ

Exit mobile version