Site icon Jamuna Television

ভোলায় কার্তুজ-আগ্নেয়াস্ত্রসহ আটক ৫

ভোলা করেসপনডেন্ট:

ভোলার তজুম‌দ্দিন উপ‌জেলার বি‌চ্ছিন্ন চর মোজা‌ম্মেল থে‌কে ৭টি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড কার্তুজ ও ৪টি র‌কেট ফ্লেয়ারসহ পাঁচ জন‌কে আটক ক‌রে‌ছে কোস্টগার্ড। বৃহস্প‌তিবার (২৭ মার্চ) দুপুরে খেয়াঘাট এলাকায় কোস্টগার্ড দ‌ক্ষিণ জো‌নের কার্যাল‌য়ে এক সংবাদ স‌ম্মেল‌নে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হ‌লেন, হারুন দফাদার (৫০), মো. রু‌বেল (২৬), মো. ক‌বির মা‌ঝি (৪৭), মো. ইউনুস (৩৬) ও ফের‌দৌস ওরফে হেজু (৪০)। তাদের সবার বা‌ড়ি ভোলার তজুম‌দ্দিন উপ‌জেলার চাঁদপুর ইউনিয়‌নের বি‌চ্ছিন্ন চর মোজা‌ম্মেলে ব‌লে জানা গে‌ছে।

কোস্টগার্ড দ‌ক্ষিণ জো‌নের স্টাফ অ‌ফিসার (অপা‌রেশন) রিফাত আহ‌মেদ জানান, আটককৃতরা সালাউদ্দিন ডাকাত বা‌হিনীর স‌ক্রিয় সদস্য। আইনগত ‌ব্যবস্থা গ্রহণের জন্য তাদের তজুমউদ্দিন থানায় স্থানান্তর করা হবে।

/আরএইচ/এটিএম

Exit mobile version