Site icon Jamuna Television

ওয়ানডে সিরিজের আগে দু:সংবাদ কিউই শিবিরে

বড় ব্যবধানে সফরকারী পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। তবে, একই প্রতিপক্ষের বিপক্ষে অনুষ্ঠিতব্য ওয়ানডে সিরিজের আগে রীতিমতো বড় ধাক্কা স্বাগতিক শিবিরে। চোটের কারণে এই সিরিজ থেকে ছিটকে গেছেন টম ল্যাথাম।

আইপিএলের জন্য এমনিতেই নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারসহ দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে পাচ্ছে না কিউইরা। স্যান্টনারের অনুপস্থিতিতে এই সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেয়ার কথা ছিল ল্যাথামের। তার পরিবর্তে অধিনায়ক করা হয়েছে মাইকেল ব্রেসওয়েলকে।

পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ব্ল্যাকক্যাপদের ৪-১ ব্যবধানের জয়ে নেতৃত্ব দিয়েছেন ব্রেসওয়েল। ল্যাথামের পরিবর্তে দলে ফিরেছেন হেনরি নিকোলস। ৩৩ বছর বয়সী অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার সবশেষ ওয়ানডে খেলেছেন গত নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে।

উল্লেখ্য, আগামী শনিবার (২৯ মার্চ) নেপিয়ারে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।

/এমএইচআর

Exit mobile version