Site icon Jamuna Television

দক্ষিণ কোরিয়ায় দাবানল: প্রাণহানি বেড়ে ২৭

এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি দক্ষিণ কোরিয়ার দাবানল পরিস্থিতি। আগুনে পুড়ছে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উলসান শহরের পাহাড়ের বনাঞ্চল। এতে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে অন্তত ২৭ জন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এবারের দাবানলকে দক্ষিণ কোরিয়ার ইতিহাসের সবচেয়ে বড় দুর্যোগ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই দাবানলে ক্ষতিগ্রস্ত অঞ্চলের আকার বেড়ে হয়েছে দ্বিগুণ। ধ্বংস হয়েছে বহু ঐতিহাসিক স্থাপনা।

উপকূলীয় শহর ইয়োংদেওকের জুয়াং মাউন্টেইন ন্যাশনাল পার্কেও ছড়িয়ে পড়েছে আগুন। কর্তৃপক্ষের শঙ্কা, পুরো পার্কই আগুনে পুড়ে যাবে।

বুধবার (২৬ মার্চ) পর্যন্ত ৬টি স্থানের আগুন নেভানোর কাজ করেছে ফায়ার সার্ভিস। নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে ২৮ হাজারের বেশি বাসিন্দাদের। আগুনে পুড়ে ছাই হয়েছে প্রায় ৮২ হাজার একর বনাঞ্চল। ঝড়ো বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ হতে হচ্ছে ফায়ার সার্ভিসের।

/এএম

Exit mobile version