Site icon Jamuna Television

লিথুনিয়ায় সাঁজোয়া যান পাওয়া গেলেও নিখোঁজ ৪ মার্কিন সেনা

লিথুনিয়ার বেলারুশ সীমান্তের কাছে সামরিক প্রশিক্ষণ চলাকালে নিখোঁজ হয়েছে চার ইউএস সেনা। তাদের উদ্ধারের জন্য জোর অনুসন্ধান চলছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। অনুসন্ধানের সময় ওই সেনাদের ব্যবহৃত সাঁজোয়া যানটি নিমজ্জিত অবস্থায় একটি জলাশয় থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার (২৫ মার্চ) স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে পাব্রাদে শহরের কাছে প্রশিক্ষণ এলাকায় ওই সেনারা নিখোঁজ হন।

পরদিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, নিখোঁজ সেনারা ‘এম-৮৮’ মডেলের যে সাঁজোয়া যানটি ব্যবহার করেছিলেন, সেটি প্রশিক্ষণ এলাকায় পানির নিচে পাওয়া গেছে।

লিথুনিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ডোভিলে শাকালিয়েন জানিয়েছেন, উদ্ধারকারীরা ঘটনাস্থলে একটি জলাভূমির গভীরে অনুসন্ধান চালাচ্ছে।

সাঁজোয়া যানটি ওই জলাভূমির পাঁচ মিটার গভীর থেকে উদ্ধার করা হয়। পরে ওই জলাশয়ের পানিও নিষ্কাশন করা হয়েছে।

/এআই

Exit mobile version