তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ মানুষ যোগ্য প্রার্থীকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন। নবাবগঞ্জ-দোহার এলাকায় গণসংযোগের সময় এ কথা বলেন ঢাকা- ১ আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলাম।
আজ শনিবার সকাল থেকেই দোহারের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এসময় এলাকার উন্নয়নসহ, জনগণের কল্যাণে নানা প্রতিশ্রুতি দেন সাবেক এই প্রতিমন্ত্রী। এসময় ভোটারদের বাসা-ব্যবসা প্রতিষ্ঠানে তাদের সাথে কথা বলেন।
তিনি বলেন, আসন্ন নির্বাচনে তার পাশেই রয়েছেন তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ মানুষ। তাকে আবারও নির্বাচিত করে এলাকাবাসীর উন্নয়ন অব্যাহত রাখার সুযোগ দেবেন ভোটাররা।

