Site icon Jamuna Television

সিরিয়ায় ‘আসাদের মুফতি’ পালানোর সময় আটক

সিরিয়ার সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ বাদরেদ্দিন হাসোনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে জর্ডানে যাওয়ার সময় তাকে নিজেদের হেফাজতে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (২৭ মার্চ) সংবাদমাধ্যম দ্য নিউ আরব এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, শেখ আহমেদ সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সহযোগী ছিলেন। এ কারণে তাকে অনেকে ‘আসাদের মুফতি’ হিসেবে ডাকতেন। বিতর্কিত এ গ্র্যান্ড মুফতি সুন্নি মুসলিম।

আটকের আগে তিনি দামেস্ক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পৌঁছে গিয়েছিলেন। স্থানীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, তিনি জর্ডানে পালিয়ে যাচ্ছিলেন। কেউ যেন তাকে চিনতে না পারে সেজন্য প্রতিবন্ধীর ছদ্মবেশ ধরেছিলেন বলে জানানো হয়েছে।

/এআই

Exit mobile version