Site icon Jamuna Television

আগামী শনিবার ঈদের চাঁদ অনুসন্ধানের আহ্বান সৌদি আরবের সুপ্রিম কোর্টের

আগামী শনিবার (২৯ মার্চ) শাওয়াল মাসের (ঈদুল ফিতর) চাঁদ অনুসন্ধানের আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। ওই দিন ১৪৪৬ হিজরি সনের রমজান মাসের ২৯তম দিন থাকবে।

শনিবার সন্ধ্যায় যদি চাঁদ দেখা যায় তাহলে শেষ হবে মহিমান্বিত মাস রমজান। আর চাঁদের দেখা না মিললে আরও একদিন রোজা রাখার সুযোগ পাবেন সৌদির বাসিন্দারা। সৌদি আরবের মতো আরব আমিরাতেও শনিবার চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে। আরবি মাসগুলো মূলত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সৌদির সুপ্রিম সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানিয়ে বলেছে, কেউ যদি চাঁদ দেখে থাকেন, হোক খালি চোখে বা দূরবিক্ষণ যন্ত্রের মাধ্যমে, নিকটস্থ কোর্ট অথবা রেজিস্টারে অবহিত করুন।

/এআই

Exit mobile version