Site icon Jamuna Television

দায়িত্ব পালন শেষে থানায় ফেরার পথে সড়কে প্রাণ গেলো পুলিশ কর্মকর্তার

স্টাফ করেসপনডেন্ট, সাভার:

সাভারে দায়িত্ব পালন শেষে থানায় ফেরার পথে বালু বোঝাই ট্রাকের চাপায় সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুর রহমান নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের বলিয়ারপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলুর রহমান ময়মনসিংহের নান্দাইল উপজেলার সুনু ভূঁইয়ার ছেলে। গত বছরের নভেম্বর মাসে সাভার থানায় যোগদান করেন তিনি।

সাভার থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ফজলুর রহমান সাভারের আমিনবাজারে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে করে থানায় ফিরছিলেন। দুপুর ২টার দিকে বলিয়ারপুরে একটি পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে মহাসড়কে ওঠার সঙ্গে সঙ্গে দ্রুতগতির একটি বালুবোঝাই ট্রাক তাকে চাপা দেয়।

তিনি আরও জানান, এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, পরে সেখান থেকে তাকে ঢাকার স্পেশালাইজড হসপিটালে স্থানান্তর করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান। এ ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ ও ট্রাকচালক রাকিব হোসেনকে (২৩) আটক করা হয়েছে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version