Site icon Jamuna Television

হায়দরাবাদকে হারালো পুরানের লক্ষ্ণৌ

গতবারের আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের করা ১৬৫ রান দশ ওভারের আগেই তাড়া করেছিলো সানরাইজ হায়দরাবাদ। বছর ঘোরার পর সেই মাঠেই হায়দরাবাদকে হারিয়ে যেন ‘প্রতিশোধ’ নিলো পুরান-মার্শরা। সেই জয়ে অবদান রাখলেন শার্দুল ঠাকুর ও নিকোলাস পুরান। প্রথম জন বল হাতে ৩৪ রানে ৪ উইকেট নিলেন। দ্বিতীয় জন ২৬ বলে ৭০ রান করে জয়ের ভিত গড়ে দিলেন।

আগে ব্যাট করে হায়দরাবাদের তোলা ১৯০/৯ সংগ্রহ লক্ষ্ণৌ তুলে নিয়েছে ২৩ বল বাকি থাকতে। পাঁচ উইকেটের জয় পেয়েছে তারা।

রাজীব গান্ধী স্টেডিয়ামে হায়দরাবাদের বিপক্ষে মাত্র ১৮ বলে ফিফটি করেন পুরান, এবারের আইপিএলে যা দ্রুততম। সতীর্থ মিচেল মার্শ কিছুটা ধরে খেললেও পুরান প্রায় কোনো বলই মাঠে রাখছিলেন না। কামিন্সের বলে এলবিডব্লিউ হয়ে ফেরার আগে ৬ চার ও ৬টি ছক্কার ব্যাটিং প্রদর্শনী ছিল তার ইনিংসে। ফিফটির দেখা পান ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে নামা মিচেল মার্শও। ৩১ বলে ৫২ রান করেন এই অজি ওপেনার।

টসে হেরে ব্যাটিং করতে নামা হায়দরাবাদকে শুরুতেই চাপে ফেলেন শার্দুল ঠাকুর। তার বলে প্যাভিলিয়নের পথ দেখেন অভিষেক শর্মা ও ঈশান কিষান। ২৮ বলে ৪৭ রান করে ট্রাভিস হেড। হেইনরিখ ক্লাসেনের উইলো থেকে আসে ১৭ বলে ২৬ রান। এই প্রোটিয়া ব্যাটার ফিরে গেলে অনিকেত বার্মার ১৩ বলে ৩৬ ও প্যাট কামিন্সের ৪ বলে ১৮ রানের ক্যামিওতে ১৯০ রান তুলতে পারে হায়দরাবাদ। শার্দুল একে একে শিকার করেন ৪টি উইকেট।

এবারের আইপিএলে এটিই লক্ষ্ণৌর প্রথম জয়। নিজেদের প্রথম ম্যাচে দিল্লির কাছে হেরেছিল তারা।

/এএম

Exit mobile version