Site icon Jamuna Television

রাজধানীর উত্তরখানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ দম্পতির মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর উত্তরখানে বুধবার (২৬ মার্চ) দিবাগত গভীর রাতে একটি টিনশেড বাসায় গ্যাস বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ হন। তাদের উদ্ধার করে ভর্তি করা হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাদের।

নিহতরা হলেন স্বামী ময়নাল (৪০) ও স্ত্রী আনোয়ারা (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১১টার দিকে স্ত্রী আনোয়ারার মৃত্যু হয় এবং রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ময়নাল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) জিয়াউর রহমান বলেন, বুধবার দিবাগত রাত ১২টার পর গ্যাস বিস্ফোরণের ঘটনাটি ঘটে। উত্তরখানের ভুঁইয়াবাড়ি বাশতলা এলাকায় রাস্তার পাশে টিনশেড রুমে থাকতো ওই দম্পতি। একজন রিকশা চালাতেন এবং অপরজন গার্মেন্টসে চাকরি করতেন।

তাদের রুমের পাশ দিয়ে সিটি করপোরেশনের সুয়ারেজের লাইন নির্মাণের কাজ চলছিল। ধারণা করা হচ্ছে, কাজের সময় গ্যাসের লিকেজ থেকে ঘরে গ্যাস জমে। পরে রাতে বিদ্যুৎ না থাকা অবস্থায় অন্ধকারে মশার কয়েল ধরাতে গেলে বিস্ফোরণ ঘটে। পরে তিতাসের লোক এসে গ্যাসের লাইন বন্ধ করে। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাশের নির্মাণাধীন সড়কের নিচে থাকা পাইপলাইনের লিকেজ থেকে আগুন লাগে। এসময় বাসায় না থাকায় রক্ষা পেয়েছে পরিবারটির দুই শিশুসন্তান মনিফা (১২) ও আলিফ (৫)।

/এএম

Exit mobile version