Site icon Jamuna Television

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪০

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার মধ্যাঞ্চলের একটি ব্যস্ত বাজারে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে সাত ফিলিস্তিনি। যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলজুড়ে গত ২৪ ঘণ্টায় ৪০ জনের অধিক নিহত হয়েছে। হামলায় আহত হয়েছে আরও অনেক ফিলিস্তিনি।

আজ শুক্রবার (২৮ মার্চ) সকালে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

গাজায় অব্যাহত নির্বিচার বোমাবর্ষণ-ড্রোন হামলা। রাতভর জয়তুন ও রাফায় চলে হামলা। প্রাণ যায় একই পরিবারের তিন সদস্যসহ পাঁচজনের। নিহতদের তালিকায় রয়েছেন ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের এক কর্মীও রয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে দিয়েছে যে, গাজায় হাজার হাজার ফিলিস্তিনি তীব্র ক্ষুধা ও অপুষ্টির মুখোমুখি হচ্ছে। কারণ জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডাব্লিউএ) জানিয়েছে, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে কোনো সাহায্য গাজায় প্রবেশ করেনি।

উল্লেখ্য, গাজায় এক বছরের বেশি সময় ধরে চলা হত্যাযজ্ঞে প্রাণ হারিয়েছেন অর্ধ লক্ষের বেশি ফিলিস্তিনি। যার মধ্যে সাড়ে ১৭ হাজারই রয়েছে শিশু।

/এএম

Exit mobile version