Site icon Jamuna Television

তীব্র ভূমিকম্পে ভেঙে পড়েছে মিয়ানমারের আভা ব্রিজ

৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে গোটা মিয়ানমার। এর প্রভাবে দেশটিতে ভেঙে পড়েছে ব্রিটিশ আমলে নির্মিত আভা ব্রিজ। এটি পুরোনো সাংগাই সেতু নামেও পরিচিত। ৯১ বছর আগে নির্মিত সেতুটি আভা এবং সাংগাই অঞ্চলকে যুক্ত করেছে।

পরপর দুই দফা ভূমিকম্পে রাজধানী নেপিদোসহ মান্দালয় শহরে বেশ কিছু ভবন ধসে পড়েছে। গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায়, ভূমিকম্পের প্রভাবে শহরের রাস্তা-ঘাট স্তব্ধ হয়ে গেছে। ভেঙে পড়া ভবন থেকে খসে পড়ছে ছাদ।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৭। মিয়ানমারের সাগাইং থেকে ১২ কিলোমিটার দূরে ছিল এর উৎপত্তিস্থল। গভীরতা ছিল ১০ কিলোমিটার।

শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের প্রভাব পড়েছে বাংলাদেশ, ভারত, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড এবং চীনে।

/এটিএম

Exit mobile version