Site icon Jamuna Television

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ২য় ওয়ানডে আজ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ বাচানোর লড়াইয়ে আজ দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। পার্লের বোল্যান্ড পার্কে ম্যাচটি শুরু হবে দুপুর ২ টায়।

এরআগে গতকাল টাইগার ওপেনার তামিম ইকবাল বলেন, এই ম্যাচে জিততে হলে দলগতভাবে পারফর্ম করতে হবে বাংলাদেশকে। মনোবল বাড়াতে হবে ক্রিকেটারদের। ইনজুরি কাটিয়ে এই ম্যাচে ফিরছেন তামিম ইকবাল। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিমও। তবে মাশরাফির ভাবনায় কেবল পেসার মোস্তাফিজের অনুপস্থিতি। মঙ্গলবার পার্লেতে বৃষ্টি হলেও আবহাওয়ার পূর্বাভাসে আজ বৃষ্টির কোনো আশঙ্কা নেই।

Exit mobile version