Site icon Jamuna Television

’স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় অন্যায়ে উৎসাহি হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা’

ফাইল ছবি

সারা দেশে ওয়ারেন্ট ছাড়াই বিএনপি নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করা হচ্ছে। বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরও অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় সারাদেশে অন্যায় কাজে উৎসাহিত হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিভৎস আক্রমণের মুখে জাতি আজ আবদ্ধ।

হিসাব দেন, প্রচারণা শুরুর পর সারাদেশে বিএনপির দেড় শতাধিক প্রার্থীর উপর হামলা চালানো হয়েছে। সারাদেশে পুলিশী অভিযানের জন্য ইসিকে দায়ী করেন। বলেন, এখনো পর্যন্ত কোথাও হামলার কোন সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তার অভিযোগ, ডক্টর কামাল হোসেনের গাড়িবহরের ওপর হামলা এবং তার বিরুদ্ধে মামলা জাতির অপমান। এসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। বলেন, জুলুমের কাছে আত্বসমর্পন করবে না সাধারণ মানুষ।

Exit mobile version