Site icon Jamuna Television

গত কয়েকদিন বাধা পেলেও আজ সহযোগিতা পাচ্ছি: আফরোজা আব্বাস

নির্বাচনী প্রচারণায় গত কয়েকদিন বাধা পেলেও আজকের দিনে (শনিবার) এখনো পর্যন্ত সহযোগিতা পাচ্ছি। এমনটি জানিয়েছেন ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী আফরোজা আব্বাস।

আজ শনিবার সকালে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগের সময় তিনি সাংবাদিকদের বলেন, আজ এখনও পুলিশ বা বিরোধী পক্ষ থেকে কোনো ধরনের বাধার সম্মুখীন হইনি।

তিনি আরও জানান, প্রচুর মানুষ প্রচারণায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। স্বচ্ছ নির্বাচন হলে নিজের জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করে মহিলা দলের সভাপতি বলেন, এলাকার সমস্যা মানে আমার সমস্যা। সুতরাং নির্বাচিত হলে সব ধরনের সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দিচ্ছি।

Exit mobile version