Site icon Jamuna Television

তুরস্কে চলমান বিক্ষোভ ও অস্থিরতায় উদ্বেগ যুক্তরাষ্ট্রের

তুরস্কের চলমান বিক্ষোভ ও অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। বৃহস্পতিবার (২৭ মার্চ) এক সংবাদ সম্মেলনে এসব বিষয় নিয়ে আলোচনা করেন রুবিও।

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, তুরস্কের অস্থিরতা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। বিক্ষোভ দমনে এরদোগানের কঠোর অবস্থানের মধ্যেই আঙ্কারার বিষয়ে মন্তব্য করলো যুক্তরাষ্ট্র।

রুবিও বলেছেন, ‘আমরা নজর রাখছি। আমরা বিক্ষোভ দমনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছি। সুরিনাম থেকে মিয়ামি যাওয়ার পথে রুবিও সাংবাদিকদের বলেন, আমরা এমন কোনো দেশের শাসন ব্যবস্থায় অস্থিরতা দেখতে চাই না যারা ঘনিষ্ঠ মিত্র।

রুবিও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে এরদোগানের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। আশা করি তারা এটি পুনরায় চালু করতে চাইবে।  তিনি বলেন, তারা ন্যাটোর মিত্র। আমরা সিরিয়া এবং অন্যান্য স্থানে তাদের কাজে সহযোগিতা করতে চাই। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার ওয়াশিংটনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে সাক্ষাৎ করেছেন। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয়, ইস্তাম্বুলের মেয়রের গ্রেফতারের পর শুরু হওয়া বিক্ষোভ কীভাবে পরিচালনা করা হয়েছে তা নিয়ে রুবিও উদ্বেগ প্রকাশ করেছেন, যদিও তুরস্ক এই ঘটনাটিকে গুরুত্বের সাথে নেয়নি।

/এআই   

Exit mobile version