Site icon Jamuna Television

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে পরিবহনের চাপ বাড়লেও নেই কোনো যানজট

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল: 

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ বাড়লেও, কোথাও কোনো যানজট নেই। ফ‌লে এবার ঈদযাত্রায় স্ব‌স্তি মি‌লে‌ছে উত্তরের মানু‌ষের। 

গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দি‌য়ে বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হ‌য়ে‌ছে। এর বিপরী‌তে টোল আদায় হ‌য়ে‌ছে ৩ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকা৷

এতে মোটরসাইকেল পারাপার হ‌য়ে‌ছে ৯ হাজার ১৬৩টি, ‌ছোট যানবাহন ১৭ হাজার ২৭১‌টি, গণপ‌রিবহন ১২ হাজার ৬৭৫‌টি ও ট্রাক পারাপার হ‌য়ে‌ছে ৯ হাজার ২২৬‌টি।

এদি‌কে মহাসড়‌কে গণপরিবহ‌নের সংক‌টে ঈদে ঘ‌রে ফেরা মানুষজনের ভরসা খোলা ট্রাক ও পিকআপ। এতে ঝুঁ‌কি থাক‌লেও বাধ্য হ‌য়ে যে‌তে হচ্ছে যাত্রী‌দের। ত‌বে বরাবরের মতই বাড়‌তি ভাড়া নেয়ার অ‌ভি‌যোগও রয়েছে যাত্রীদের। 

এদিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কের এলেঙ্গা হ‌তে সেতুপূর্ব পর্যন্ত ১৩ কি‌লো‌মিটার সড়‌কের সা‌র্ভিস লেন খু‌লে দেয়ায় চার‌লে‌নের সু‌বিধা পাওয়ায় যানজটের সৃ‌ষ্টি হয়‌নি।

এ বিষয়ে মহাসড়‌কে দা‌য়িত্বরত পু‌লিশ সদস্যরা জানান, মহাসড়‌কে প‌রিবহন স্বাভা‌বিক গ‌তি‌তেই চলাচল কর‌ছে। কোথাও যানজট বা চাপ নেই।

/এটিএম

Exit mobile version