Site icon Jamuna Television

চুয়াডাঙ্গায় তীব্র গরমে হাঁসফাঁস

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

তীব্র গরমে হাঁসফাঁস করছে চুয়াডাঙ্গার জনজীবন। বেলা গড়ানোর পর থেকেই রোদের প্রচণ্ড তাপে বাড়ছে গরমের অনুভূতি। বাতাসেও মিলছে না স্বস্তি। গতকাল জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ শনিবার বেলা ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র গরমে ঘর থেকে বাইরে বের হওয়া মানুষদের পড়তে হয়েছে চরম বিড়ম্বনায়। রাস্তাঘাটে চলাচল করায় দুষ্কর হয়ে পড়েছে। ঈদ সামনে রেখে খেটে খাওয়া দিনমজুর মানুষেরা ঘরে বসে থাকতে পারছে না। আবার বাইরে বের হলেও একটু পরিশ্রমেই ক্লান্ত হয়ে পড়ছে। অনেকেই অলস সময় কাটাচ্ছেন, আবার কেউ ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিচ্ছেন।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, সহসাই কমছে না তাপমাত্রার পারদ। আগামী কয়েকদিনের তাপমাত্রা আরও চড়তে পারে।

/এটিএম

Exit mobile version