২৪ ঘণ্টায় পদ্মাসেতুতে ৪ কোটি ২৫ লাখ টাকার টোল আদায়

|

স্টাফ করেসপন্ডেন্ট, মুন্সিগঞ্জ:

ঈদ যাত্রায় দক্ষিণবঙ্গের বঙ্গের ঘরমুখী মানুষের আজও অব্যাহত উপস্থিতি রয়েছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু এলাকায়। শুক্রবার (২৮ মার্চ) ২৪ ঘণ্টায় ঈদ যাত্রায় সেতু পাড়ি দিয়েছে ৩৯ হাজার ৬০০ ৩৭টি যানবাহন।  যা থেকে টোল আদায় হয়েছে ৪ কোটি ২৫ লাখ ৪১ হাজার ৩০০ টাকা।

সেতুকর্তৃপক্ষের সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার দিনভর মাওয়া প্রান্ত হয়ে ২৬ হাজার ৫৭ ও জাজিরা প্রান্ত অতিক্রম করেছে ১৩ হাজার ৫৮০টি যানবাহন। পারাপারকারী যানবাহনের মধ্যে ছিল ৯ হাজার ৮৫২টি মোটরসাইকেল।  

নির্বাহী প্রকৌশলী আবু সাদ জানান, শুক্রবার সকাল থেকে মোটরসাইকেলের চাপের কারণে অস্থায়ীভাবে একটি টোলবুথ স্থাপন করা হয়েছে। যেন যত দ্রুত সম্ভব টোল আদায় করে মোটরসাইকেল পারাপার করা যায়। আজ শনিবারও অস্থায়ী বুথের ব্যবস্থা রয়েছে। চাপ বাড়লে তা ব্যবহার করা হচ্ছে।

এদিকে আজ শনিবার সকাল থেকে মোটরসাইকেলসহ ব্যাক্তিগত যানবাহন, গণপরিবহনে করে বাড়ির পানে ছুটতে দেখা যায় ঈদ যাত্রীদের।

ভোরে মাওয়া টোলপ্লাজায় মোটরমাইকেলের কিছুটা সারি তৈরি হলেও বেলা বৃদ্ধি সাথে সাথে পাড়ি দেয় সকলে। মোটরসাইকেলের পাশাপাশি বাস-প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন যাত্রীদের নিয়ে সেতু পার হয়ে গন্তব্যে ছুটছে। এতে থেমে থেমে টোলপ্লাজায় ছোট ছোট সারি তৈরি হচ্ছে বাস-প্রাইভেটকারের।

তবে বেশি সময় অপেক্ষা করতে না হওয়ায় স্বস্তি নিয়ে এ পথ পাড়ি দিচ্ছে যাত্রীরা। এ পথের নিরাপত্তার বিষয়ে সহকারী পুলিশ সুপার শ্রীনগর সার্কেল আনিসুর রহমান জানান, জেলা পুলিশ, হাইওয়েসহ সংশ্লিষ্ট সকলে কাজ করছে। মোটরসাইকেল চলাচলকারীরাদের সতর্কতার নির্দেশনা দেয়া হচ্ছে। পাশাপাশি দিনে ও রাতে অপ্রীতিকর কোনো ধরনের অপরাধ যেন না ঘটে সে বিষয়ে সোচ্চার রয়েছে পুলিশ।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply