Site icon Jamuna Television

ফেসবুকের পরিচয়ে সাতক্ষীরায় তরুণী, সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৯৯৯-এ কল

সাতক্ষীরা করেসপনডেন্ট:

ফেসবুকে পরিচয়ের মাধ্যমে ময়মনসিংহ থেকে সাতক্ষীরায় গিয়ে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রায় পাঁচদিন পাশবিক নির্যাতনের পর ৯৯৯ নম্বরে কল পেয়ে ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে ওই তরুণী সাতক্ষীরার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, কালীগঞ্জ উপজেলার কাঠুনিয়া গ্রামের মেহেদী হাসান সবুজ (২৪), তার ভাই সাকিব হোসেন (২০) ও গোলাম রসুল রাকিব (২১)।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, গত রোববার (২৩ মার্চ) থেকে বুধবার (২৬ মার্চ) পর্যন্ত কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলার বিভিন্ন স্থানে নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা দিয়েছে তরুণী। মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। মূলত ফেসবুক পরিচয়ের মাধ্যমে তরুণী এখানে আসে। তার উদ্দেশ্য ছিল সে ভারতে পাড়ি জমাবে।

ওই তরুণী জানান, তিনি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাসিন্দা। একজন মডেল ও বিউটি পার্লার কর্মী। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে গোলাম রসুল তাকে ভারতে চাকরির প্রলোভন দেখায়। গত শনিবার (২২ মার্চ) সাতক্ষীরার কালীগঞ্জে আসার পর তাকে একটি বাড়িতে আটকে রাখা হয়। কয়েক দিন ধরে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়। বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোরে তার কাছে থাকা মোবাইল ফোন দিয়ে ৯৯৯ নম্বরে কল করলে দুপুরে পুলিশ তাকে উদ্ধার করে।

/এমএইচ

Exit mobile version