Site icon Jamuna Television

শুটিংয়ে আহত কার্তিক আরিয়ান

কিছুদিন আগে শুটিং করতে গিয়ে হাতে চোট পেয়েছিলেন অভিনেতা বরুণ ধাওয়ান। এবার সেই একই পথের পথিক কার্তিক আরিয়ান।

উত্তরবঙ্গে অনুরাগ বসুর সিনেমায় শুটিং করছেন কার্তিক এবং শ্রীলীলা। সেখানেই শুটিং করতে গিয়ে আঘাত পেয়েছেন অভিনেতা।

বাঁ হাতে বড় ব্যান্ডেজ বাঁধা তার। সেই অবস্থায়ই নায়িকার সঙ্গে শট দিতে দেখা গেছে ‘ভুল ভুলাইয়া’ অভিনেতাকে।

ডুয়ার্সে শুটিং করছেন কার্তিক-শ্রীলীলা। এই খবর ছড়ানোর পরেই শুটিংয়ের জায়গায় অনুরাগীদের ভিড়।

সবাই এক ঝলক দেখতে চান জুটিকে। তাদের শুটিংয়ের প্রত্যেক মুহূর্ত সমাজমাধ্যমে ভাইরাল।

এমনই এক মুহূর্তে দেখা গেছে, বাইকে শ্রীলীলাকে বসিয়ে শট দিচ্ছেন নায়ক। বাঁ হাতজুড়ে ব্যান্ডেজ। ছবিতেই স্পষ্ট, হাতে চোট নিয়ে অভিনয় করছেন কার্তিক। ওই অবস্থায় শুটিং শেষ করে জুটির হোটেলে ফেরার ছবিও ছড়িয়ে পড়েছে। তখনও নায়কের হাতে ব্যান্ডেজ বাঁধা। 

ছবি মু্ক্তির আগেই নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে নায়কের। কার্তিকের বাড়ি থেকেও নাকি পছন্দ শ্রীলীলাকে— এই খবর জানাজানি হতে গুঞ্জন বেড়েছে বরং কমেনি।

/এটিএম

Exit mobile version