Site icon Jamuna Television

‘সাংবাদিকদের ‘খামোশ’ বলে পুরোনো পাকিস্তানি ভাষায় ড. কামাল’

সাংবাদিকদের ‘খামোশ’ বলে পুরনো পাকিস্তানি ভাষার ব্যবহার করেছেন ড. কামাল হোসেন- এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার সকালে ফেনীর দাগনভূঁইয়ায় সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শনের সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ড. কামাল তার স্বরূপ ঢাকতে পারেননি। ‘তিনি এত নিচে নেমে গেছেন, ভাবতেও অবাক লাগে।’ তিনি প্রমাণ করলেন যে তিনি বাংলাদেশের নষ্ট রাজনীতির প্রবক্তা।

সারা দেশে নৌকার জোয়ার দেখে ঐক্যফ্রন্টের নেতারা বেপরোয়া বাসচালকের মতো হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। বলেন, মির্জা ফখরুল বা বিএনপির সঙ্গে শতকরা ১০ জন লোকও নেই। আর আওয়ামী লীগের সঙ্গে ৯০ শতাংশ লোক রয়েছে। তবে আমি চাই না, তারা (বিএনপি) নির্বাচন থেকে সরে দাঁড়াক।

Exit mobile version