Site icon Jamuna Television

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

ফাইল ছবি।

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। শনিবার (২৯ মার্চ) ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

তাতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। অন্য দিনগুলোতে যথা নিয়মে মেট্রোরেল চলাচল অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, দেশে ঈদুল ফিতর আগামী সোমবার নাকি মঙ্গলবার উদযাপিত হবে তা আগামীকাল রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় জানা যাবে। ওইদিন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

/আরএইচ

Exit mobile version